Header Display ads

Current affears of september 2021 importent for any compititive exam




Current affears september 2021
Current affears september

সম্প্রতি দেশ ও বিদেশ এর মধ্যে ঘটে যাওয়া বিষয় নিয়ে মোট 53 টি  important  current affears  আছে।



১। আয়ুশ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল কোন মোবাইল অ্যাপ চালু করেছেন ?


(ক) Yoga Health       (খ) Yoga Culture

(গ) Yoga Break        (ঘ) কোনটিই নয় ।

Ans: yoga brake

২। কোন রাজ্য সরকার 'আত্মনির্ভর কৃষি যোজনা' চালু করেছে ?


(ক) কর্ণাটক         (খ) অরুণাচল প্রদেশ

 (গ) কেরালা      (ঘ) পশ্চিমবঙ্গ ।

ANs: অরুণাচল প্রদেশ 

৩। সম্প্রতি কোন রাজ্যে প্রথম বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে ?


(ক) ত্রিপুরা         (খ) মেঘালয়

 (গ) মণিপুর       (ঘ) পশ্চিমবঙ্গ

Ans মেঘালয় 

 ৪। কোন ভারতীয় নৌবাহিনীর জাহাজ সম্প্রতি আলজেরিয়ার উপকূলে আলজেরিয়ার সঙ্গে প্রথম নৌ


মহড়ায় অংশ নিয়েছে ?


(ক) INS Talwar


(1) INS Tabar


(গ) INS Varaha

Ans: ins talbar

৫। কোন রাজ্য সরকার 'Be the Warrior' ক্যাম্পেইন চালু করেছে ?

  (ক) মণিপুর               (খ) আসাম

 (গ) সিকিম               (ঘ) কোনটিই নয়


Ans:আসাম 

 ৬। সম্প্রতি কোন রাজ্যে 'কাৰ্বি আংলং চুক্তি স্বাক্ষরিত হয়েছে ?

(ক) মহারাষ্ট্র                    (খ) পাঞ্জাব


(গ) উত্তর প্রদেশ             (ঘ) কোনটিই নয়

Ans : উত্তরপ্রদেশ 

৭। আসামের কোন বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকাটিকে পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে ?


(ক) পৰিটোরা বন্যপ্রাণী অভয়ারণ্য

 (খ) ডিপোর বিল বন্যপ্রাণী অভয়ারণ্য

(গ) বোড়াইল বন্যপ্রাণীঅভয়ারণ্য

 (ঘ) কোনটিই নয় ।


Ans: ডিপোর বিল বন্যপ্রাণী অভয়ারণ্য


৮। কোন ব্যাঙ্ক তার ব্যবসায়ীদের অধিগ্রহণের ব্যবসা সম্প্রসারণের জন্য ভারত পে এর সাথে চুক্তি করেছে ?

 (A) Axis Bank          (B) IDBI Bank


(C) HDFC Bank            (D) SBI

Ans: Axis Bank


৯। সম্প্রতি লাদাখের লেহকে সংযুক্ত করে বিশ্বের সর্বোচ্চ মোটরযোগী রাস্তাটি কোন হ্রদের সাথে উদ্বোধন করা হয়েছে ?


(ক) কোলের লেক         (খ) ডাল লেক

(গ) প্যাংগং লেক          (ঘ) কোনটিই নয়

Ans:প্যাংগং লেক

১০। সম্প্রতি কে “AYUSH Aapke Dwar Abhiyan" শুরু করেছেন ?


(ক) নরেন্দ্র মোদী           (খ) সর্বানন্দ সোনোয়াল


 (গ) রাজনাথ সিং           (ঘ) কেউ নয়

Ans:সর্বানন্দ সোনোয়াল


১১। Rupay পেমেন্ট প্ল্যাটফর্ম #FollowPaymentDistancing ক্যাম্পেইন চালু করেছে ।



Also read:Ssc mts 5 october 2021 answer key



১২। পাওয়ার গ্রিড সংস্থা অ্যাসোসিয়েশন ফর ট্যালেন্ট ডেভেলপমেন্ট 2021 সেরা পুরস্কার জিতেছে


১। 'আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়ন পরিষদের' 24 তম সভায় কে সভাপতিত্ব করেছেন ?


(ক) নরেন্দ্র মোদী        (খ) রাজনাথ সিং


(গ) নির্মলা সীতারমন       (ঘ) কোনটিই নয় ।

Ans:নির্মলা সীতারমন

২। 'আন্তর্জাতিক দাতব্য দিবস কবে পালিত হয় ?


(ক) ৬ সেপ্টেম্বর     (খ) ৫সেপ্টেম্বর


(গ) ৪ সেপ্টেম্বর       (ঘ) ৭ সেপ্টেম্বর ।

Ans: ৫সেপ্টেম্বর


৩। কোন রাজ্য সরকার সম্প্রতি 'অনলাইন জুয়া ও বাজি' নিষিদ্ধ ঘোষণা করেছে ?


(ক) ত্রিপুরা               (খ) কর্ণাটক

 (গ) মণিপুর              (ঘ) পশ্চিমবঙ্গ

Ans:কর্ণাটক 



৪। সম্প্রতি যৌথ সামরিক মহড়া সূর্য কিরণ ভারত এবং কোন দেশের মধ্যে আয়োজন করা হবে ?


(ক) আমেরিকা        (খ) নেপাল

(গ) ভুটান            (ঘ) বাংলাদেশ ।

Ans:নেপাল



৫। সম্প্রতি কোন রাজ্যে ITBP দল সফলভাবে বালবালা (Balbala) পর্বতে আরোহণ করেছে ?


(ক) জম্মু ও কাশ্মীর        (খ) উত্তরাখণ্ড


(ঘ) কোনটিই নয়         (গ) লাদাখ

Ans:(খ) উত্তরাখণ্ড


 ৬। 'A Rude Life: The Memoir' বইটি কে রচনা করেছেন ?


(ক) প্রতিমা গার্গ          (খ) সুমন্ত মিশ্র

(গ) বীর সংঘভি          (ঘ) কোনটিই নয়


Ans: বীর সংঘভি


৭। কোন দেশ ভারতের সাথে AUSINDEX মহড়া আয়োজন করবে ?


(ক) অস্ট্রিয়া                  (খ) অস্ট্রেলিয়া

(গ) আজারবাইজান       (ঘ) কোনটিই নয় ।

Ans: অস্ট্রেলিয়া


৮। ডুরান্ড কাপের 130 তম সংস্করণ সম্প্রতি কোথায় শুরু হয়েছে ?


(ক) ভুবনেশ্বর            (খ) কলকাতা

(গ) জয়পুর            (ঘ) কোনটিই নয়

Ans:কলকাতা


৯। সদ্য সমাপ্ত টোকিও প্যারালিম্পিক ২০২০ কোন দেশ শীর্ষে আছে ?

 (ক) ভারত            (খ) যুক্তরাজ্য

 (গ) চীন           (ঘ) কোনটিই নয়

Ans:চীন



১০। এশিয়ান স্কোয়াশ ফেডারেশনের নতুন ভাইস প্রেসি হয়েছেন ?


(ক) নরেন্দ্র মোদী          (খ) সাইরাস পঞ্চা

 (গ) সমর্থ মিত্তল           (ঘ) রাজনাথ সিং

Ans: সাইরাস পঞ্চা


১১। সম্প্রতি ADB তামিলনাড়ু রাজ্যের আবাসন প্রকল্পের জন্য $150 মিলিয়ন ঋণ অনুমোদন ১২। ডিজিটাল পেমেন্ট ইন্টারেক্টিভ প্ল্যাটফর্ম পালস প্ল্যাটফর্ম চালু করেছে PhonePe।করেছে ।


১৩। “Know Your Rights and Claim Them: A Guide for Youth” এই নামে সম্প্রতি একটি বই লিখেছেন অ্যাঞ্জেলিনা জোলি ।



১। ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডের প্রথম মহিলা CMD হিসেবে কে নিযুক্ত হয়েছেন ?


(ক) Shrestha Joshi


(1) Pratima Mishra


(গ) Vartika Shukla

Ans:Vartika Shukla


২। 12 তম প্রতিরক্ষা এক্সপো 2022 কে আয়োজক হবে ?


(ক) কর্ণাটক         (খ) গুজরাট


(গ) কেরালা    (ঘ) পশ্চিমবঙ্গ


 Ans:  গুজরাট 


৩। সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী পদত্যাগের ঘোষণা দিয়েছেন ?


(ক) কিরগিজস্তান        (খ) জাপান


(গ) কানাডা         (ঘ)আমেরিকা ।


Ans:জাপান


৪। কোন রাজ্য 'স্নো লেপার্ড' কে তার রাষ্ট্রীয় প্রাণী হিসেবে ঘোষণা করেছে ?


(ক) সিকিম            (খ) লাদাখ

 (গ) জম্মু ও কাশ্মীর          (ঘ) আসাম ।

Ans:লাদাখ


 ৫। সম্প্রতি কে সর্বোচ্চ গোলদাতা ফুটবলার হয়েছেন ?


(ক) নেইমার              (b )কোনোটাই নয় 


(খ)  ক্রিস্টিয়ানো রোনালদো       (গ) লিওনেল মেসি

Ans:ক্রিস্টিয়ানো রোনালদো


৬। কোন রাজ্য সরকার একটি নতুন 'ই-রিসিপ্ট 2.0 মডেল' চালু করেছে ?


(ক) মহারাষ্ট্র


(খ) পাঞ্জাব


(গ) ওড়িশা (ঘ) কোনটিই নয়


Ans:ওডিশা


৭। কোন সংস্থার মার্স রোভার ফেরার জন্য পাথরের প্রথম নমুনা পেয়েছে ?


(ক) ISRO     (*) NASA


(গ) CNSA (ঘ) ONGC


 Ans:nasa



৮। সম্প্রতি মারা গেছেন চন্দন মিত্র, তিনি একজন বিখ্যাত ?


(ক) অভিনেতা


(খ) সাংবাদিক


(গ) গায়ক (ঘ) কবি

Ans: সাংবাদিক



৯। সম্প্রতি ভারত কোন দেশের প্রতিরক্ষা বিভাগের সাথে একটি মানবহীন বিমানবাহী গাড়ির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে ?


(ক) রাশিয়া      (খ) ফ্রান্স   (গ)আমেরিকা      (ঘ) জাপান

  Ans:আমেরিকা



১০। রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের সিএমডি হিসেবে কে নিযুক্ত হয়েছেন ?


(ক) পঙ্কজ কুমার সিং       (খ) অতুল ভট্ট

(গ) রজনীশ কুমার         (ঘ) কেউ নয়


Ans:অতুল ভট্ট


১১। সম্প্রতি, নতুন উন্নয়ন ব্যাংক ৩ জন নতুন সদস্যকে স্বীকৃতি দিয়েছে ।


১২। বার্ড ফটোগ্রাফার অফ দ্য ইয়ার 2021 পুরস্কার জিতেছে আলেজান্দ্রো প্রিতো (Alejandro Prieto)।


১৩। আয়ারল্যান্ড দেশ সম্প্রতি গোপনীয়তা লঙ্ঘনের জন্য হোয়াটসঅ্যাপকে 225 মিলিয়ন ইউরো জরিমানা করেছে ।



১। বিশ্বের বৃহত্তম ভাসমান সৌর খামার কোথায় নির্মিত হচ্ছে ?


(ক) আহমেদাবাদ


(খ) পুনে


(গ) ওমকারেশ্বর (ঘ) কোনটিই নয় ।


Ans:ওমকারেশ্বর

২। কোন রাজ্য সরকার রাজীব গান্ধীর নামে ‘সায়েন্স সিটি' স্থাপনের ঘোষণা দিয়েছে ?


(ক) কর্ণাটক             (খ) মহারাষ্ট্র

(গ) কেরালা              (ঘ) পশ্চিমবঙ্গ

Ans:মহারাষ্ট্র



৩। 'আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস' কবে পালিত হয় ?

(ক) ২ সেপ্টেম্বর        (খ) ৪ সেপ্টেম্বর

 (গ) ৫ সেপ্টেম্বর         (ঘ) ৩ সেপ্টেম্বর।

Ans:৪ সেপ্টেম্বর


 ৪। সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, কোন দেশে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেম আছে ?


(ক) আমেরিকা            (খ)ভারত

 (গ) আমেরিকা           (ঘ) চীন

Ans: ভারত 


 । ৫। কোন রাজ্য ক্রীড়া চাকরির কোটার নীতিতে সংশোধন ঘোষণা করেছে ?


(ক) মণিপুর              (খ) আসাম


(গ) সিকিম           (ঘ) কোনটিই নয়


Ans:আসাম 


৬। কোন রাজ্য সরকার রাস্তাগুলোকে গর্তমুক্ত করতে একটি বিশেষ অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ?


(ক) মহারাষ্ট্র            (খ) পাঞ্জাব

(গ) উত্তর প্রদেশ       (ঘ) কোনটিই নয়

Ans:উত্তরপ্রদেশ 


৭। কোন হাইকোর্ট গরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণা করতে কেন্দ্রকে বলেছে ?


(ক) পাটনা হাইকোর্ট


(খ) এলাহাবাদ হাইকোর্ট


(গ) বোম্বে হাইকোর্ট (ঘ) কোনটিই নয়



Ans:এলাহাবাদ হাইকোর্ট



৮। সম্প্রতি LIC কোন ব্যাংকের 04 শতাংশ শেয়ার কিনেছে ?


(ক) IDBI Bank


(2) Bank of India


(51) HDFC Bank


Ans:Bank of India



৯। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন 2020-21 কে আয়োজক হবে ?

(ক) রাশিয়া                  (2) ফ্রান্স    

(গ) ভারত              (ঘ) জাপান

Ans:ভারত



১০। সম্প্রতি ইনস্টাগ্রামে 150 মিলিয়ন ফলোয়ার নিয়ে প্রথম এশিয়ান সেলিব্রেটি কে হয়েছেন ?


(ক) অক্ষয় কুমার          (খ) বিরাট কোহলি

(গ) অমিতাভ বচ্চন           (ঘ) কেউ নয়

Ans:বিরাট কোহলি



১১৷ সম্প্রতি মধ্য প্রদেশ রাজ্য সরকার OBC-র জন্য 27% সংরক্ষণ অনুমোদন করেছে।


১২। Infosys কোম্পানি ডিজিটাল স্কিলিং প্রোগ্রাম স্প্রিংবোর্ড চালু করেছে ।


১৩। সম্প্রতি কেরালা রাজ্য ILGMS নামে একটি পোর্টাল চালু করেছে।





Post a Comment

0 Comments

close