1.জেরমি ব্রুনার (Jerome Bruner)-এর মতে, জ্ঞানার্জন প্রক্রিয়ার ক্রমপর্যায়মলক স্তরগুলি হল
A) অসঞ্চালন স্তর → সাংকেতিক স্তর
→ দৃশ্যরূপ স্তর (B) অঙ্গসঞ্চালন স্তব দৃশ্যরূপ স্তর
সাংকেতিক স্তর
(C) দৃশ্যরূপ স্তর সাংকেতিক স্তর →
অঙ্গসঞ্চালন স্তর
(D) উপরের কোনোটিই নয়
2.নীচের কোনটি হানিকর প্রক্ষোভ নয়?
(A) উদ্বেগ (B) ভীতি
C) কৌতুক
(D) উপরের কোনোটিই নয়
3.নীচে প্রদত্ত অভীক্ষাগুলির মধ্যে কোনটি ব্যক্তিত্ব
পরিমাপের ক্ষেত্রে ব্যবহৃত হয়?
(A) আলেকজান্ডার পাসঅ্যালং টেস্ট
(B) আর্মি-বিটা টেস্ট
(C) সেনগুইন ফর্ম-বোর্ড টেস্ট
(4) উপরের কোনোটিই নয় স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বটি পরিচিত।
(A) যান্ত্রিক অনুবর্তন
((B) প্রাচীন অনুবর্তন
(C) সামাজিক অনুবর্তন
(D) উপরের কোনোটিই নয়
5. নীচের কোনটি থর্নডাইকের তত্ত্ব অনুসারে শিখনের প্রাথমিক সূত্র?
(A) ফললাডের সূত্র
(B) প্রস্তুতির সূত্র
(C) অনুশীলনের সূত্র (D) উপরের কোনোটিই নয়
1.According to Jerome Bruner, the chronological stages of cognitive
process are (A) Enactive stage Symbolic
stage → Iconic stage (B) Enactive stage Iconic stage → Symbolic stage
(C) Iconic stage → Symbolic stage Enactive stage
(D) None of the above
2. Which one of the following is not disruptive emotion?
(A) Anxiety (B) Fear
(C) Humour (D) None of the above
Also read: Ssc mts 5 october 2021 answer key
3.Which one of the following tests is used to measure the personality?
(A) Alexander Passalong Test
(B) Army Beta Test (C) Senguine Form Board Test
(D) None of the above
4.Skinner's theory of conditioning is also known as
(A) instrumental conditioning operant
(B) classical conditioning
(C) social conditioning
(D) None of the above
5. Which one of the following is the first primary law of learning according to the theory of Thorndike?
(A) Law of effect
(B) Law of readiness (C) Law of exercise
(D) None of the above
6. * পেডাগঞ্জি' (Pedagogy) শব্দটির উৎপত্তি হয়েছে। শব্দ থেকে।
(A) জার্মান
(B) ল্যাটিন
(C) গ্রীক
(D) উপরের কোনোটিই নয়
7. প্রেষণার ক্ষেত্রে সহজাত প্রবৃত্তি'র তত্ত্বের উদ্ভাবক হলেন
(A) অ্যাডলার
(B) ভাইগটস্কি
(C) পিঁয়াজে
(D) এঁদের কেউই নন
8.MMPI-এর সম্পূর্ণ রূপ হল
(A) Minnesota Multiphasic Personality Inventory
(B) Michigan Multiphasic Personality Inventory
(C) Morgan Multiple Personal Inventory
(D) উপরের কোনোটিই নয়
9. ‘অ্যানালাইটিক্যাল সাইকোলজি' তত্ত্বটির প্রবক্তা হলন
(A) কারেন হার্নি
(B) কার্ল ইয়ুং
(C) ফ্রয়েড
(D) এঁদের কেউই নন
6. The term Pedagogy' originates from the _word.
(A) German
(B) Latin
(C) Greek
(D) None of the above
7. Instinct theory' of motivation was propounded by
(A) Adler
(B) Vygotsky
(C) Piaget
(D) None of them
8.The full form of MMPI is
(A) Minnesota Multiphasic Personality Inventory
(B) Michigan Multiphasic
Personality Inventory
(C) Morgan Multiple Personal Inventory
(D) None of the above
9.The theory of 'Analytical Psychology is proposed by
(A) Karen Horney
(B) Carl Jung
(C) Freud
(D) None of them
10.তালিকা—–1 এবং তালিকা II মিলিয়ে তালিকা গুলির নীচে প্রদত্ত কোড থেকে সঠিক উত্তরটি বেছে নাও :
তালিকা – I তালিকা – II
(a) বৃদ্ধি 1.গুণগত পরিবর্তন
(b) পরিণমন 2.প্রগতিমূলক এবং অর্থপূর্ণ
পরিবর্তন যা পরিপক্কতার
দিকে এগিয়ে যায়
(c) বিকাশ 3.আকারগত পরিবর্তন
কোড :
A. 3 ,1 ,2
B. 1,2,3
C. 2,1,3
D. উপর এর কোন টাই নয়
11. পিঁয়াজের মতে কোনটি একটি চিত্তন ও আচরণের পদ্ধতিগত প্যাটার্ন?
(A) অভিযোজন
(B) স্কিমাস
(C) আত্তীকরণ
(D) উপরের কোনোটিই নয়
12. অনডাইক তিন প্রকার বুদ্ধির উল্লেখ করেছেন, সেগুলি হল বিমূর্ত, মূর্ত এবং
(A) বাচনিক পরিসমাপ্তিকরণ
(B) অভিজ্ঞতামূলক
(C) সামাজিক
(D) উপরের কোনোটিই নয়
13. নীচের কোনটি মানব বিকাশের ক্ষেত্রে স্তর তত্ত্বের সঠিক জোড় নয়?
(A) ফ্রয়েড সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট
(B) এরিকসন—সাইকোসোস্যাল ডেভেলপমেন্ট
(C) পিঁয়াজে—কগনিটিভ ডেভেলপমেন্ট
(D) উপরের কোনোটিই নয়
14. আইডান প্যাভলভ পুরস্কার পান।
(A) 1904
(B) 1804
(C) 1998
(D) উপরের কোনোটিই নয়
15. নীচের স্তরগুলির মধ্যে কোনটি কালানুক্রমে
সঠিকভাবে সাজানো?
1. মূর্ত সক্রিয়তার স্তর
2. প্রাক্ সক্রিয়তার স্তর
3. সংবেদন- চালক স্তব
4. যৌক্তিক সক্রিয়তার স্তর
(A) 2, 1, 3, 4
B) 3, 2, 1, 4
(C) 1, 2, 3, 4
(D) উপরের কোনোটিই নয়
16. বিকাশের নৈকট্য সীমা'— এই ধারণাটি উপস্থাপন করেন
(A) কোহেলবার্গ
(B) পিঁয়াজে
(C) ভাইগটস্কি
17. ব্যক্তি যে সংস্কৃতিতে বিরাজ করেন সেটির অন্তর্ভুক্ত হল
(A) ম্যাক্রোসিস্টেম
(B) এ্যাক্সোসিস্টেম
(C) ক্রোনোসিস্টেম
(D) উপরের কোনোটিই নয়
18. নিম্নলিখিত কোনটি লিখনের ক্ষেত্রে অসুবিধাকে বোঝায়?
(A) অ্যাফেসিয়া
(B) ডিসক্যালকুলিয়া
(C) হাইপারলেক্সিয়া
(D) উপরের কোনোটিই নয়
19. কার মতে “শিক্ষা হল একটি সামাজিক চাহিদা"?
A.ডিউই
(B) কোল্ডওয়েল
(C) গ্যারি
(D) এঁদের কেউই নন
20. নীচের কোনটি ‘বিশেষ শিক্ষা পদ্ধতি'র সঙ্গে সম্পর্কিত?
(A) বয়স্ক শিক্ষা কার্যক্রম
(B) অন্যভাবে সক্ষমদের জন্য শিক্ষা কার্যক্রম।
(C) শিক্ষক প্রশিক্ষণ কাৰ্য্যক্রন
(D) উপরের কোনোটিই নয়
21. অন্তরাভূক্তি মূলক শিক্ষার উপর কবে সালামঙ্কা অধিবেশন অনুষ্ঠিতি হয়
A.1974
B.1984
C.1994
D. কোনোটাই নয়
22. 'প্লাস কারিকুলাম’ সাধারণত ব্যবহৃত হয়।
(A) সাধারণ শিক্ষায়
(B) উন্নত শিশুদের শিক্ষায়
(C) বয়স্ক শিক্ষায়
(D) উপরের কোনোটিই নয়
23. ভারতে ‘ন্যাশনাল কমিটি ফর উইমেন এডুকেশান' গঠিত হয়। সালে।
(A) 1958
(B) 1968
(C) 1971
(D) উপরের কোনোটিই নয়
24. নীচের কোনটি মানসিক প্রতিবন্ধকতার সঙ্গে
যুক্ত নয় ?
((A) বৌদ্ধিক স্বল্পতা
(N(B) স্থানিক বুদ্ধি
(C) অভিযোজনে অক্ষমতা
(D) উপরের কোনোটিই নয়
25.নীচের কোনটি সৃজনশীলতার উপাদান নয়?
(A) সাবলীলতা
(B) নমনীয়তা
(C) ভাষাগত সমস্যা
(D) উপরের কোনোটিই নয়
26. নীচের কোনটি সৃজনশীলতা পরিমাপের ভারতীয় আদর্শায়িত অভীক্ষা?
(A) মিনেসোটা টেস্ট ফর ক্রিয়েটিভ থিংকিং
(B) টোরেন্স টেস্ট অব্ ক্রিয়েটিভ থিংকিং
(C) রিমোর্ট অ্যাসোশিয়েশান টেস্ট
~(D) উপরের কোনোটিই নয়
27. দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের শিক্ষণ প্রদানের জন্য ব্যবহৃত হয়।
(A) টের ফ্রেম
(B) টোরেন্স অভীক্ষা
(C) প্যাসি অভীক্ষা
(D) উপরের কোনোটিই নয়
28. 'ফ্লোর টাইম' মডেলটির আবিষ্কারক হলেন (A) ভার্নন এবং এনড্রিউজ
(B) স্ট্যানলি গ্রীনস্পান
(C) ব্রেইলি
(D) এঁদের কেউই নন
29. নিম্নোক্ত চাহিদাগুলির মধ্যে কোনটি ম্যাসলো প্রদত্ত হাইআরআরকি থিওরীতে (hierarchy theory) নীচে অবস্থিত?
(A) নিরাপত্তার চাহিদা
(B) আত্মমূল্যায়নের চাহিদা
(C) শারীরবৃত্তিয় চাহিদা
(D) উপরের কোনোটিই নয়
30. 'পারসোনালাইজড্ সিস্টেম অব্ ইনস্ট্রাকশান' (PSI)_ নামেও পরিচিত।
(A) কেলার প্লে
(B) ইন্টারপ্লে
(C) ক্রস-সেকশনাল প্লে
(D) উপরের কোনোটিই নয়
English
31. The presence of helps the fishermen to find fish.
(A) the cocoanut glade
(B) the mango grove
C) the catamarans
(D) None of the above
32. What does the poet refer to as the
leaping wealth of the tide'?
YA) The sea
(B) The fishes
(C) The wind
(D) None of the above
33. Who are referred to as the kings of the sea'?
(A) The fishermen
(B) The tide
C.The sea-god
(D) None of the above
34. Who is referred to as 'our brother' by the speaker of the poem?
(A) The sea
(B) The waves
(C) The cloud
(D) None of the above
35. The poet compares the wind to
(A) the dawn
B) a child
(C) the wild foam
(D) None of the above
Direction: Answer the following questions (Q. Nos. 36-55) by selecting the correct option for each.
36. He replied that he
(A) is coming
B.will come
(C) has come
(D) None of the above
37. The teacher an explanation of his conduct.
(A) called out
(B) called in
(C) called off
(D) None of the above
38. Neither my friend nor I. blame. to
A) am
(B) is
(C) are
(D) None of the above
39. Gopi broke the glass,
(A) did he
B) aren't he
(C) didn't he
(D) None of the above
40. I was amazed performance. her brilliant
(A) to
(B) about
(C) for
(D) None of the above
41. When I opened my eyes, I a strange sight.
(A) saw
B) was seeing
(C) have seen
(D) None of the above
Both these books were published last year.
42.In the above sentence, the number of determiners present
(A) 2
(B) 3
(C) 4
(D) None of the above
43. The current movement of behaviour modification, wherein tokens are awarded for correct responses, is a reflect of which of these?
(A) Thorndike's Law of Effect
(B) Herbart's Five Steps
C) Locke's Tabula Rasa (D) None of the above
44. I go to the party but I'm still not sure.
A) can
(B) must
(C) might
(D) None of the above
45. The word nearest in meaning to 'benign' can be
(A) kindly
B greedy
(C) harmful
(D) None of the above
46.The word opposite in meaning to 'savage' is
(A) barbaric
(B) vernal
(C) civilized
(D) None of the above
47. The full form of RFT is
(A) Renal Frame Theory
JB) Rational Frame Theory
(C) Rational Focus Teaching (D) None of the above
48.The rise and fall of tone is
(A) intonation
(B) stress
(C) pronunciation
(D) None of the above
49. The theory of Universal Grammar was formulated by
(A) Stephen Krashen
(B) Steven Pinker
(C) Jean Piaget
(D) None of them
50. Which writing approach should be used by a person who is preparing a speech for a target
audience?
(A) Free writing approach
writing
(B) Communicative approach
(C) Process approach
(D) None of the above
51. Which aspect of learning is evaluated by written test?
(A) Affective domain
(B) Psychomotor domain
(C) Cognitive domain
(D) None of the above
52. The word 'pleasurable can be
transcribed as
(A) /plezarəbl/ (B) /plesarebel/
C) /plefarebl/ (D) None of the above
53. Which of the following is the base of remedial teaching?
(A) Aptitude test (B) Textbook test
e) Diagnostic test (D) None of the above
54. How many syllables are there in the word 'determination'?
A.3
(B) 5
(C) 4
(D) None of the above
55. The word 'academician' would be stressed on the
(A) second syllable B) third syllable
(C) fourth syllable
(D) None of the above
Direction: Read the following passage carefully and answer the questions (Q. Nos. 56-60) by choosing the correct option for each.
In the evening we decided to pitch camp as the weather was not encouraging. The wind was high and gathering storm clouds predicted a wild wet night. Moreover, we had arrived at a spot which looked promising for a camp. A level expanse in the lee of a high hill afforded some shelter from the wind; fresh water was near at hand in a stream which flowed across the plain; a copse of trees provided adequate supplies of fuel; and the dry grasses which abounded on the hillside would enhance the comfort of our beds.
Each member of the party was allotted a task. Some erected the tents; others prepared a scanty meal; yet others attended to the needs of the ponies that were now exhausted after a very strenuous day. As the angry sun sank, the bustle of activity was hushed into silence and each man settled down to sleep.
56. The tone of narration in the passage is
(A) ironic
(B) comic
(C) satiric
(D) None of the above
57.The campsite looked encouraging
because
(A) it was sheltered by large trees
(B) it was level and sheltered from
wind
(C) the dry grass would provide fuel
(D) None of the above
58. The author anticipated
(A) a rainy night
(B) a moonlit night
(C) a peaceful night
(D) none of the above(ans)
59. The task given to some members
was to
(A) walk the ponies
(B) prepare a hot meal
(C) pitch the tents (D) None of the above
60. The day had been very (A) exciting
(B) tiring
(C) boring
(D) None of the above
"আমাদের স্কুল কলেজ ছেলেদের স্বশিক্ষিত হবার যে সুযোগ দেয় না, শুধু তাই নয়, স্বশিক্ষিত হবার শক্তি পর্যন্ত নষ্ট করে। আমাদের শিক্ষাযন্ত্রের মধ্যে যে যুবক নিষ্পেষিত হয়ে বেরিয়ে আসে, তার আপনার বলতে আর বেশি কিছু থাকে না, যদি না তার প্রাণ অত্যন্ত কড়া হয়। সৌভাগ্যের বিষয় এই ক্ষীণ প্রাণ জাতির মধ্যেও জনকতক এমন কঠিন প্রাণের লোক আছে, এহেন শিক্ষাপদ্ধতিও যাদের মনকে জখম করলেও একেবারে বন্ধ করতে পারে না।
আমি লাইব্রেরিকে স্কুল কলেজের উপরে স্থান দিই এই কারণে যে, এ স্থলে লোকে স্বেচ্ছায় স্বচ্ছন্দচিত্তে স্বশিক্ষিত হবার সুযোগ পায়, প্রতি লোক তার স্বীয় শক্তি ও রুচি অনুসারে নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। স্কুল কলেজ বর্তমানে আমাদের যে অপকার করছে, সে অপকারের প্রতিকারের জন্য শুধু নগরে নগরে নয়, গ্রামে গ্রামে লাইব্রেরির প্রতিষ্ঠা করা কর্তব্য। আমি পূর্বে বলেছি যে, লাইব্রেরি হাসপাতালের চাইতে কম উপকারী নয়; তার কারণ আমাদের শিক্ষার বর্তমান অবস্থায় লাইব্রেরি হচ্ছে একরকম মনের হাসপাতাল।"
61. 'নিষ্পেষিত' শব্দটির বিশেষ্য রূপ হল
(A) নিষ্পেষণ
(B) নিষ্পেষক
(C) শোষক
(D) উপরের কোনোটিই নয়
62. আমাদের স্কুল কলেজ নষ্ট করে দেয় (D) উপরের কোনোটিই নয়
(A) সুশিক্ষিত হবার ইচ্ছে
(B) স্বশিক্ষিত হবার শক্তি
(C) লেখাপড়া করার সুযোগ
63. লাইব্রেরির সাহায্য নিয়ে প্রতিটি লোক নিজের
(A) ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারে।
(B) সংযত করতে পারে
(C) জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে
(D) উপরের কোনোটিই নয়
64. ‘অত্যন্ত’ শব্দের সন্ধি বিচ্ছেদ করলে হবে
(A) অতি ±অন্তর
(B) অত্ + অন্ত
(C) অত্য+অন্ত
(D) উপরের কোনোটিই নয়
65. ক্ষীপ্ৰাণ' শব্দটির ব্যাসবাক্য হবে।
(A) ক্ষীণ দ্বারা গঠিত প্রাণ
(B) ক্ষীণ যে প্রাণ
(e) ক্ষীণ ও প্রাণ
66. 'শ্বীয়' শব্দটির বিপরীতার্থক শব্দ হল
(A) আপন
● (B) পরকীয়া
(C) নিজস্ব।
(D) উপরের কোনোটিই নয়
নির্দেশিকা : নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করে 67 নং থেকে 90 নং প্রশ্নের উত্তর
67. 'কাচিৎ উপযুক্ত ডাইপোস্য' ছদ্মনামে লিখেছেন।
(A) রামমোহন রায়
VB) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(C) ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
(D) এঁদের কেউই নন
68. রামপ্রসাদ সেন, বিদ্যাপতি, বৃন্দাবন দাস তাদের আবির্ভাবের ক্রমানুসারে তালিকাটি হল
(A) রামপ্রসাদ সেন, বিদ্যাপতি, বৃন্দাবন দাস
(B) বিদ্যাপতি, বৃন্দাবন দাস, রামপ্রসাদ সেন
(C) বৃন্দাবন দাস, রামপ্রসাদ সেন, বিদ্যাপতি
(D) উপরের কোনোটিই নয়
69. কাশীরাম দাসের পৈতৃক উপাধি ছিল
(A) উপাধ্যায়
(B) দাশগুপ্ত
C. দেব
(D) উপরের কোনোটিই নয়
70. মুকুন্দরাম চক্রবর্তীর সাতপুরুষের বাসস্থান ছিল
(A) কাকিল্যা গ্রামে
B. দামিন্না গ্রাম
(C) যদুপুর গ্রামে
(D) উপরের কোনোটিই নয়
71. দীনবন্ধু মিত্রের ‘জামাই বারিক' নাটকটি হল
(A) পৌরাণিক
(B) রোমান্টিক
(C) ঐতিহাসিক
(D) উপরের কোনোটিই নয়
72. কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থটি হল
(A) 'ছায়ানট’
(NB) 'বিষের বাঁশী'
(C) 'অগ্নিবীণা'
(D) উপরের কোনোটিই নয়
73. মাইকেল মধুসূদন দত্তের 'ব্রজাঙ্গনা' কাব্য রচিত হয়েছে
(A) মিত্রাক্ষর ছন্ে
B) অমিত্রাক্ষর ছন্দে
(C) একাবলী ছান্দে
(D) উপরের কোনোটিই নয়
74. নীচের কোন শব্দটি শুদ্ধ?
(A) জাত্যাভিমান
(B) জাত্তাভিমান।
(C) জাত্যভিমান
(D) উপরের কোনোটিই নয়
75. “একসূত্রে বাঁধিয়াছি সহস্ৰটি মন'—রেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তি হল
(A) অধিকরণ কারকে ‘এ’ বিভক্তি
(B) করণ কারকে 'এ' বিভক্তি
(D) উপরের কোনোটিই নয়
(C) কর্তৃকারকে 'এ' বিভক্তি
76. 'সূর্য' শব্দের একটি সমার্থক শব্দ হল (A) সমীরণ
(B) কুমুদবান্ধব
(C) নলিনি
(D) উপরের কোনোটিই নয়
77. সঠিক মূল্যায়নের জন্য সর্বাত্মক পদ্ধতি হল
(A) নিরবচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়ন
(B) মৌখিক পরীক্ষা
(C) শুধুমাত্র বার্ষিক পরীক্ষা (D) উপরের কোনোটিই নয়
78. উত্তম শিক্ষনের জন্য প্রয়োজন হয়
(A) উচ্চস্বরে পাঠদান
(B) সুন্দর শ্রেণীকক্ষ
e) পরিকল্পনামাফিক পাঠদান
(D) উপরের কোনোটিই নয়
79, “এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি"—কাব্যাংশটির কবি হলেন।
(A) সুকান্ত ভট্টাচার্য
(B) সুনির্মল বসু
(C) কাজী নজরুল ইসলাম
(D) এঁদের কেউই নন
80. বিজ্ঞান রহস্য' গ্রন্থের লেখক হলেন
(A) মানিক বন্দ্যোপাধ্যায় (B) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(C) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(D) এঁদের কেউই নন
81. ‘অমল’ নামে চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে নাটকে রয়েছে সেটি হল
(A) 'ডাকঘর'
(B) ‘বিসর্জন’
• (C) ‘রক্তকরবী’
(D) উপরের কোনোটিই নয়
82. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত 'হাঁসুলি বাঁকের উপকথা' হল
(A) আঞ্চলিক উপন্যাস
(B) ঐতিহাসিক উপন্যাস
(C) রোমান্সধর্মী উপন্যাস
(D) উপরের কোনোটিই নয়
83. আশাপূর্ণা দেবীর প্রথম প্রকাশিত বইটির নাম।
((A) 'প্রথম প্রতিশ্রুতি'
(((B) 'সুবর্ণলতা'
Ve) 'ছোট 'ঠাকুরদার কাশীযাত্রা"
(D) উপরের কোনোটিই নয়
84. ইন্দ্রনাথ, অম্লদাদিদি চরিত্র দুটি রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাসে, সেটির নাম হল
(A) 'গৃহদাহ'
(B) 'শেষ প্রশ্ন'
(C) 'শ্রীকান্ত'
(D) উপরের কোনোটিই নয়।
85. রবীন্দ্রনাথ ঠাকুরের 'শেষের কবিতা' হল
(A) নাট্যকাব্য
(B) কাব্যগ্রন্থ
(C) কাব্যনাট্য
(D) উপরের কোনোটিই নয়
86. বাংলা ভাষার উদ্ভব হয়েছে
(A) পশ্চিমা হিন্দী থেকে
(B) পূর্ব-মগধীয় অপভ্রংশ থেকে
(C) ব্রজবুলি থেকে
(D) উপরের কোনোটিই নয়
87.বিলাতি বিলিতিধ্বনি পরিবর্তনের সূত্রটি।
(A) মধ্যগত স্বরসঙ্গতি
(B) অপিনিহিতি
(C) বিপর্যস
- (D) উপরের কোনোটিই নয়
৪৪. ‘পাযগু’ শব্দের মৌলিক অর্থ ছিল ধর্মসম্প্রদায় > অন্য ধর্মসম্প্রদায় বা বিরুদ্ধ ধর্মসম্প্রদায় ১ ধর্মজ্ঞানহীন, অত্যাচারী, হৃদয়হীন (বর্তমান অর্থ্য —শব্দার্থ পরিবর্তনের ধারাটি হল
(A) সুভাষণ রীতি
(B) অর্থসংশ্লেষ
(C) অর্থসংকোচ
(D) উপরের কোনোটিই নয়
89. 'কেরানি', 'মিস্ত্রি' শব্দ দুটি হল
(A) দেশি শব্দ
(B) তদ্ভব শব্দ
Ve) পর্তুগিজ শব্দ
(D) উপরের কোনোটিই নয়
90. লিঙ্গ পরিবর্তন প্রত্যয়-এর ব্যবহারেও ঘটে থাকে- কথাটি
(A) নির্ভুল
(B) ভুল
e) আংশিক ভুল
(D) উপরের কোনোটিই নয়
0 Comments