Header Display ads

WB police constable question answer 2021 |Answer key



Wb police cinstable answer key
Wb police constable prily2021paper solved 




West bengal police constable prily 2021 exam  heled on 26 sept 2021

Expected cut off wb police constable prily 2021 is( 35--45)




1.পশ্চিমবঙ্গের রাজ্য পশু (State animal) ?

(A) মেছো বিড়াল

(3) রয়্যাল বেঙ্গলটাইগার

 (C) গন্ধগোকুল

(D) মেছো কুমির



2. প্রশ্নবোধক স্থানে কী বসবে?

3F. 6G, 111 18L. ?

(A) 25P

(B) 27P

(C) 27Q

(D) 25N

3. কোনো সংখ্যার 25%-এর সাথে 150-এর 30% যোগ (sum) করলে 75 হয়। সংখ্যাটি কত?

(A) 210

(B) 120

(C) 102

(D) 220

4. কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার

প্রচলন করেন?

(A) সিন্ধু সভ্যতা

(B) মিশরীয় সভ্যতা

(C) মেসোপটেমিয়া সভ্যতা

(D) চৈনিক সভ্যতা




Wb police constable answer key
Wb police constable answer key



5. কোনো আসল (principal) সরল সুদে (simple interest) 20 বছরে 3 গুণ (times) হলে, ওই আসল একই সুদের হারে (rate of interest) কত বছরে দ্বিগুণ (double) হবে?

(A) 14 বছর

(B) ৪ বছর

(C) 10 বছর

(D) 12 বছর

6. 8cm ব্যাসার্ধ (radius) বিশিষ্ট একটি লোহার গোলক (sphere)-কে গলিয়ে কতগুলি 1 cm ব্যাসার্ধের গোলক

পাওয়া যাবে?

(A) 512

(B) 418

(C) 321

(D) 614

7. অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন?

A.মগদ 

(B) কোশল

(C) অঙ্গ

(D) অবন্তী

8. 15,000 টাকার 2 বছরে একই সুদের হারে (rate of interest) যৌগিক সুদ (compound interest) এবং সরল সুদের (simple interest) অন্তর (difference) হল 96 টাকা। সুদের হার বার্ষিক কত ছিল?

(A) 12%

(B) 10%

(C) 6%

(D) 8%

9. 'Amphan' নামটি কোন দেশ দিয়েছিল?

(A) থাইল্যান্ড

(B) বাংলাদেশ

(C) পাকিস্তান

(D) নেপাল

10. প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি করে জোর

(A) আশাপূর্ণা দেবী

(B) লীলা মজুমদার

(C) সুনীল গঙ্গোপাধ্যায়

(D) মহাশ্বেতা দেবী



11. 6টি সংখ্যার গড় (average) যদি 17 হয় তবে সংখ্যাগুলির যোগফল (sum) কত?

(A) 132

(B) 102

(C) 112

(D) 122

12. বাংলার রেনেসাঁসের জনক বলে কাকে অভিহিত করা

(A) মাইকেল মধুসূদন দত্ত

(B) পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(C) রাজা রামমোহন রায়।

(D) প্রিন্স দ্বারকানাথ ঠাকুর

13. নীচের শব্দগুলিকে যদি অভিধানগতভাবে (dictionary) বর্ণমালা অনুযায়ী সাজানো হয়, তাহলে কোন শব্দটি মাঝখানে থাকবে?

Electric, Elector, Electrode, Elect, Electron

(A) Electron

(B) Electric

(C) Elect

(D) Elector

14. একটি বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে সেই সময়ে একটি কুকুর 4 লাফ যায়, কিন্তু কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান। বিড়াল ও কুকুরটির দ্রুতির (speed) অনুপাত (ratio) কত?

(A) 16:15

(B) 15:16

(C) 15 11

(D) 11:15

15. 2023 সালের পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ (ICC) Mens Cricket World Cup, 2023) কোন দেশে অনুষ্ঠিত হবে?

(A) দক্ষিণ আফ্রিকা

(C) অস্ট্রেলিয়া

(C) ভারতবর্ষ (D) ইংল্যান্ড

16. নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় (Autonomous ) স্নায়ুতন্ত্রের (Nervous System) দ্বারা নিয়ন্ত্রিত নয়?

(A) চক্ষু (Eye)

(B) হৃদযন্ত্র (Heart) (C) গ্ৰন্থ (Glands)

(D) জরায়ু (Uterus)

18. নিম্নলিখিতের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গে দিনেমার (Denmark) উপনিবেশ ছিল?

(A) শ্রীরামপুর, হুগলি,

(B) চন্দননগর, হুগলি,

(C) চুঁচুড়া, হুগলি

(D) ব্যারাকপুর, উত্তর 24 পরগনা

19. রীনার বয়স সুনীতার বয়সের দ্বিগুণ। নমিতা শ্রবণীর থেকে বয়সে ছোট, আবার শ্রাবণী সুনীতার থেকে বয়সে বড়। কাকলীর বয়স শ্রাবণীর বয়সের দ্বিগুণ হলে, কে বয়সের হিসাবে মধ্যমস্থানে আছে?

(A) শ্রাবণী

(B) রীনা (2) কাকলী

(D) সুনীতা

20. HIDCO-র সম্পূর্ণ রূপ কী?

(A) Housing Infrastructure Development

Corporation

(B) Housing Improvement Development

Corporation Housing Infrastructure Development Construction Officer (C

(D) Housing Interest Deduction

Controlling Officer



Wb policec constable exam answer key
Wb police constable 2021 answer key



22. কোনো দোকানদার কী অনুপাতে (ratio) প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকা দামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি ডাল 16-50 টাকায় বিক্রি করলে তার 20% লাভ হবে?

(A) 7:5

(B) 3:7

(C)7:3

(D) 5:7

23. ক্লোরোফিল (chlorophyll) নিম্নোক্ত কোন ধাতুটি

বর্তমান ?

(A) ম্যাগনেশিয়াম

(B) বেরিলিয়াম

(C) বেরিয়াম

(D) ক্যালশিয়াম

24. A, B-এর ভাই। B. C-এর কন্যা এবং D হল A-র পিতা। তাহলে C, D-এর কে হন?

(A) ঠাকুরদা

(B) স্বামী এই নাতনি
C. স্ত্রী 

(D)বোনঝি 

25. C++ কী?

(A) একটি অ্যাসেম্বলি ল্যাংগুয়েজ (B) একটি অপারেটিং সিস্টেম

(C) একটি ইনপুট ডিভাইস (D) একটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ


26. ABC ত্রিভুজের (triangle) O পরিবৃত্তের কেন্দ্র

(circumcentre) এবং ZBAC = 50° হলে, ZOBC = ?

(A) 40°

(B) 60°

(C) 50%

(D) 30°

(8)

27. সঠিক বিকল্পকে চিহ্নিত করুন :

Carnivorous : Tiger Wolf

(A) Student: Boy: Girl

(B) Mango: Banana: Fruit

(C) Player: Master: Manager

(D) Cat: Cow Milk

28. 2020 সালে তিরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার কে লাভ করেন?

(A) ধর্মেন্দ্র তিওয়ারি

(B) যশপাল রাণা

(C) শিব সিংহ

(D) নরেশ কুমার

29. প্রশ্নবোধক স্থানে কী বসবে?

48, 24, 96, 48, 192, ?

(A) 96

(B) 76

(C) 98

(D) 90

30. নিম্নোক্ত কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ

(Data Store) করে?

(A) RAM

(B) A.L.U.

(C) ROM

(D) Cache Memory

31. কোনো ঘনকের (cube) প্রতিটি বাহু (side) যদি 10% করে কমানো (decrease) হয়, তবে তার পার্শ্বতল (surface area) কত শতাংশ (per cent) কমবে?

(A) 16%

(B) 19%

(C) 15%

(D) 21%

32. গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল?

(A) প্রাকৃত

(B) পালি

(C) হিন্দি

(D) সংস্কৃত





33. হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা 'দাদামণি' নামে জনপ্রিয় ছিলেন?

(A) উৎপল দত্ত

(B) দেব আনন্দ

(C) শ খান্না

(D) অশোক কুমার


Wb police constable answer key
Wb police constable 2021 answer key




34. 710 টাকা এমনভাবে A, B ও C-এর মধ্যে ভাগ (divide) করা হল, যাতে A, B এর থেকে 40 টাকা বেশি পায় এবং C, A-এর থেকে 30 টাকা বেশি পায়, তবে C কত টাকা পাবে?

(A) 135 টাকা

B) 300 টাকা

(C) 235 টাকা

(D) 270 টাকা

35. 10° চ্যানেল (10° channel) নিম্নোক্ত কোন দুটির মাঝখান দিয়ে গেছে?

(A) গ্রেট নিকোবর এবং সুমাত্রা দ্বীপপুঞ্জ

B.আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

(C) রামেশ্বরম এবং জাফনা উপদ্বীপ

(D) দক্ষিণ আন্দামান ও লিটল্ আন্দামান দ্বীপপুঞ্জ


36. নীচের সংখ্যার সিরিজে, কতবার 1.3 এবং 7

একসাথে আছে যেখানে 7 মাঝখানে এবং 1 ও ও তার দুপাশে বসেছে?

2973173771331738571377173906

(A) 5

(B) 3

(C) 9

(D) 4

37. নিম্নোক্তজ কোনটি শক্তির (energy) একক নয়?

(A) ক্যালরি (Calorie)

(B) জুল (Joule)

(C) আর্গ (erg)

(D) পাস্কাল (Pascal)




38. জাতীয় প্ল্যানিং কমিশন (Planning Commission) কোন সালে স্থাপিত হয়?

(A) 1948

(B) 1951

(C) 1949

(D) 1950

(11)

39. দুটি সংখ্যার ল.সা.গু. (LCM) এবং গ.সা.গু. (HCF) হল যথাক্রমে 315 এবং 7। যদি একটি সংখ্যা 35 হয় তবে অপর সংখ্যাটি কত?

(A) 63

(B) 55

(C) 35

(D) 105




40. নিম্নোক্ত কোনটি একটি Operating System (OS)

নয়?

(A) ওরাকল (Oracle)

(B) উইন্ডোজ (Windows)

(C) স্ (DOS)

(D) লিনাক্স (Linux)



Wb police constable 2021 answer key
Wb constable 2021 answer key





41. (999+9992 +9992 +999+9992 +999)-?

(A) 5799

(B) 5997

(C) 5999

(D) 5979

42. কোন বছর পশ্চিমবঙ্গে 'কন্যাশ্রী' প্রকল্প চালু হয়েছিল?

(A) 2013 (B) 2012

(C) 2014

(D) 2011

43. কত সালে সর্বভারতীয় বিধান সভা প্রতিষ্ঠিত হয়েছিল?

(A) 1936 (B) 1926

(C) 1916

(D) 1946

44. নীচের সিরিজটির শূন্যস্থানগুলি পর পর কোন বর্ণমালা দিয়ে পূর্ণ করলে তা একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলবে?

a---bc------- a------- bcda------- ccd------bcd-----

(A) adbbad

(B) abddbd

(C) adbcad

(D) acbdbb

45. কোন মোগল সম্রাট দীন-ই-ইলাহি প্রচলন করেন?

(A) জাহাঙ্গীর

(B) হুমায়ুন

(C) শাহজাহান (D) আকবর

46. একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করলে যে টাকা লাভ (profit) হয়, 1492 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ টাকাই ক্ষতি (loss) হয়। তাহলে দ্রব্যটির ক্রয়মূল্য (cost price) কত?

(A) 1623 টাকা

(B) 1523 টাকা

(C) 1695 টাকা

(D) 1589 টাকা

47. নীচের কোনটি প্রদত্ত শব্দের প্রতিবিম্ব (Image) ?

(A) HOTIVA

(B) EVITO

(C) EVITORE

(D) EVITCEFFE

EFFECTIVE

48. দুটি সংখ্যার অনুপাত (ratio) 5. 8 এবং তাদের অন্তর (difference) 69 হলে, বড় (greater) সংখ্যাটি কত?

(A) 184

(B) 128

(C) 115

(D) 112

49. ভদ্রলোককে দেখিয়ে মহিলা বললেন, "উনি আমার মায়ের মার একমাত্র পুত্র"। ভদ্রমহিলা ভদ্রলোকের কে হন?

(A) বোন (Sister)

(B) মা (Mother)

(C) বোনঝি (Niece)

(D) কাকিমা/মাসিমা (Aunt)

50. মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কী?

(A) কমলা হ্যারিস

(B) মাইক পেন্স

(C) ডিক চেনি।

(D) জো বাইডেন

51.2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে

জিতেছিলেন?

(A) পিটার হাল্ডকে (Peter Handke)

(B) বব ডিলান (Bob Dylan)

(C) লুইস গ্লাক (Louis Gluck)

(D) কাজুও ইশিগুরো (Kazuo Ishiguro)

52. অজয় ও অনিল একটি যৌথ ব্যাবসার অংশীদার। অজয় ব্যবসায় 8000 টাকা ৪ মাসের জন্য নিয়োগ করে এবং অনিল বাকি 4 মাসের জন্য টাকা নিয়োগ করে। বৎসরান্তে অনিল যদি লাভের (profit) 20% পায় তবে অনিল কত টাকা নিয়োগ (invest) করেছিল?

(A) 3000 টাকা

(B) 2000 টাকা

(C) 5400 টাকা

(D) 4000 টাকা

53. L.P.G. সিলিন্ডারে নিম্নোক্ত কোন গ্যাস থাকে?

(A) বিউটেন ও প্রোপেন

(B) বিউটেন এবং আইসোবিউটেন

(C) আইসোবিউটেন ও প্রোপেন

(D) বিউটেন, আইসোবিউটেন এবং প্রোপেন

55. সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল?

(A) সুরকোটারা

(B) কালিবঙ্গান

(C) লোথাল

(D) ঢোলাভিরা

56. কোনো নল দিয়ে একটি জলাধারের এক তৃতীয়াংশ (one third) 3 মিনিটে খালি করা যায়। 7 জলাধারটির কত অংশ খালি করা যাবে?


Ans 5/6

57. আমার বাড়ি থেকে 15 কিমি পশ্চিমে গেল। তারপর বাঁ দিকে ঘুরে 20 কিমি হাঁটল। সে এরপর পূর্বদিকে 25 কিমি গেল এবং শেষে বাঁ দিকে ঘুরে 20 কিমি গেল। বর্তমানে লক্ষ্মণ আমার বাড়ি থেকে কতদূরে রয়েছে ?

(A) 40 কিমি

(B) 5 কিমি

(C) 80 কিমি (D) 10 কিমি

58. X একাকী একটি কাজ 20 দিনে করতে পারে। আবার B একা সেই কাজ 30 দিনে সম্পূর্ণ করে। দুজনে একসাথে কাজ করলে ওই কাজ কতদিনে সম্পন্ন হবে?

(A) 15 দিন

(B) 16 দিন

(C) 10 দিন

(D) 12 দিন

59. প্রশ্নবোধক স্থানে কী বসবে? A.I.P. V.AE, ?

(A) G

(B) E

(C) H

(D) F

60. পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি?

(A) ভূতনি সেতু

(B) ফরাক্কা সেতু (C) রবীন্দ্র সেতু (Howrah Bridge)

(D) জয়ী সেতু

61. TRANSFERENCE শব্দটির বর্ণগুলির সাহায্যে নীচের শব্দগুলির মধ্যে কোন শব্দটি তৈরি করা যাবে না?

(A) FACTOR

(B) FRANCE

(C) TENSE

(D) ENTRANCE





62. কোন সালে ভারত প্রথম T-20 বিশ্বকাপ জয়ী হয়েছিল?

(A) 2009 (B) 2007

(C) 2003

(D) 2005

64. দুটি সংখ্যার যোগফল (sum) 27 এবং গুণফল (product) 182 হলে, ছোট (smaller) সংখ্যাটি কত?

(A) 14

(B) 12

(C) 16

(D) 13

65. অলিম্পিক এর প্রতীকে পাঁচটি বঙের রিংয়ের কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ?

(A) সবুজ

(B) ন

(C) কালো

(D) হলুদ

65.

(rings) ये

(A)

(B)

(C)

(D

66. নিম্নোক্ত কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর (Dance form)

নাম যে গ্রাম থেকে তার সৃষ্টি তার নামে নামকরণ করা হয়েছে?

(A) ভারতনাট্যম

(B) কুচিপুড়ি

(C) মোহিনীআট্রম

(D) কথাকলি





Wb police constable 2021 answe key
Wb police constable 2021 answer key



67. PORTER শব্দটিকে যদি কোনো সাংকেতিক ভাষায় MBNZQN লেখা হয়, তবে REPORT কীভাবে লেখা হবে?

(A) NBQMNZ

(B) NQMNBZ

(C) NQBMNZ

(D) NQMBNZ

68. যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকত, তবে পৃথিবী কেমন হত?

(A) সামান্য শীতল

(B) সামান্য উষ্ণ

(C) অত্যধিক উষ্ণ

(D) অত্যধিক শীতল

69. নিম্নোক্ত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত (adopted) হয়েছিল?

(A) জানুয়ারি 26, 1949

(B) নভেম্বর 26. 1949

(C) ডিসেম্বর 31, 1950

(D) জানুয়ারি 26, 1950

(18)

70. প্রশ্নবোধক স্থানে কী বসবে? (A) HPU

BMX, DNW, FOV, ?

A. Hpu

(B) GHO

(C) HPT

(D) GPS

71. কলমকারি চিত্রশৈলী (painting) কোন রাজ্যে উৎপত্তি

হয়েছিল?

(A) গুজরাট

(B) অন্ধ্রপ্রদেশ

(C) রাজস্থান

(D) মধ্যপ্রদেশ

72. অসম (odd) শব্দটি চিহ্নিত করুন :

(A) Trivial

(B) Big

(C) Tiny

(D) Small

74. বৌদ্ধ ধর্মগ্রন্থ 'ত্রিপিটক' কোন লিপিতে লেখা?

(A) সংস্কৃত

(B) পালি (C) হিন্দি

(D) প্রাকৃত

75. একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল। যদি ছাত্রের সংখ্যা আরও 7 জন বৃদ্ধি (increase) পায় তবে হোস্টেলের মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়, কিন্তু মাথাপিছু খরচের গড় (average) 1 টাকা করে কমে (decrease) যায়। তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল?

(A) 433 টাকা

(B) 400 টাকা

(C) 420 টাকা

(D) 430 টাকা

76. 1857 সালের মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব । দিয়েছিলেন?

(A) রাণী লক্ষ্মী বাঈ

(B) দ্বিতীয় বাহাদুর শাহ

(C) নানা সাহিব

(D) বেগম হজরত মহল

77 রিন্মদিন বুধবার। গোপালের জন্মদিন রবির আম্মদিনের 50 দিন পর হলে, গোপালের জন্মদিন করে?

(A) বৃহস্পতিবার

(B) মঙ্গলবার

(C) শনিবার

(D) শুক্রবার

(20

78. কোন মশা ডেঙ্গি (Dengue) রোগ ছড়ায়?

(A) কিউলেক্স

(B) এডিস

(C) ম্যানসোনিয়া

অ্যানোফিলিস

79. ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন?

(A) নাগপুর

(B) অমরাবতী

(C) করাচি

(D) বেলগাঁও

80. A, B ও C একটি যৌথ ব্যাবসার অংশীদার। A মূলধনের (capital) এক-তৃতীয়াংশ (one-third) দেন, B দেন A এবং C-এর দেওয়া মূলধনের সমান মূলধন। যদি বৎসরাপ্তে লাভের (profit) পরিমাণ 900 টাকা হয় তবে C কত টাকা লভ্যাংশ পাবেন।

(A) 200 টাকা

(B) 100 টাকা

(C) 300 টাকা

(D) 150 টাকা


Wb police constable 2021 answer key
Wb police constable 2021 answer key





81. বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প (Buxa Tiger Reserve) পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?

(A) দাজিলিং

(B) আলিপুরদুয়ার

(C) জলপাইগুড়ি

(D) দক্ষিণ 24 পরগনা

82. টোকিও অলিম্পিকে পদকজয়ী লাভলীনা বরগোঁহাই কোন রাজ্যের বাসিন্দা ?

(A) আসাম

(B) ত্রিপুরা (C) মিজোরাম

(D) মণিপুর

83. উইংস অফ ফায়ার (Wings of Fire) কার আত্মজীবনী?

(A) সুভাষ চন্দ্র বোস

(B) ইন্দিরা গান্ধী

(C) প্রণব মুখার্জী

(D) এ পি জে আব্দুল কালাম

84. প্রদত্ত সমীকরণে ‘*’ স্থানে কী বসবে?

16 * 4 * 5 * 14 * 6

(A) ÷ x = +

(B) ÷ -= x

(C) ++=_

(D) - x + =

(85. সিনেমা হলে (Projector) রূপে কোন

লেন্স ব্যবহৃত হ

(A) জুম (Zoom lens)

(B) উত্তল (Convex lens)

(C) মেনিসকাস ল (Meniscus lens)

(D) অবতল লে (Concave lens)

86. কোনো টাকা তার = অংশ (part) বৃদ্ধি (increase) পেয়ে 40 টাকা হলে, মূল টাকার পরিমাণ কত ছিল?

(A) 25 টাকা

(B) 35 টাকা

(C) 37 টাকা

(D) 30 টাকা

87. কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস (Police Day) রূপে পালিত হয়?

(A) 15 আগস্ট

(B) 30 সেপ্টেম্বর (C) 1 সেপ্টেম্বর

(D) 31 আগস্ট

88. একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 5: 8:3 এবং মোট টাকার পরিমাণ 144 টাকা। 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি?

(A) 200

(B) 140

(C) 150

(D) 175

89. কেরালায় নতুন ফসল তোলার উৎসবের নাম কী?

(A) বৈশাখী (B) ওনাম

(C) বিহু 

(D) ওচিরা কালি

90. পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ। 6 বছর পরে পিতার বয়স যদি পুত্রের বয়সের 3 গুণ হয়, তবে পিতার বর্তমান বয়স কত?

(A) 36 বছর

(B) 24 বছর

(C) 48 বছর

(D) 30 বছর



91. SVEEP Program কী?




(A) Senior Voters' Encouragement and Electoral Participation Program

(B) Systematic Voters' Education and Electoral Participation Program

(C) Senior Voters' Education and Electoral Participation Program

(D) Systematic Voters' Encouragement

and Electoral Participation Program

93. ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ‘পূর্ণ স্বরাজ’-এর অঙ্গীকার নেওয়া হয়েছিল?

(A) হরিপুরা (1938)

(B) মাদ্রাজ (1927)

(C) লাহোর (1930)

(D) কলকাতা (1928)

(24

94. 2020 টোকিও অলিম্পিকে জ্যাভলিনে স্বর্ণপদকজয়ী নীরজ চোপড়া নিম্নোক্ত কোন স্থানের অধিবাসী?

(A) পানিপথ

(B) সোনপথ

(C) গুরুগ্রাম

(D) আম্বালা

95. নীচের ত্রিভুজে (triangle), যদি AC = 20 মিটার, AB = x মিটার এবং BC = (50 - x) মিটার হয়, তবে

AB = ?
(A) 25 মিটার

(B) 29 মিটার

(C) 30 মিটার

(D) 27 মিটার

96. লেন্স এর ক্ষমতার (power) একক কী?

(A) ডায়পটার

(B) মিটার

(C) ওয়াট

(D) সেন্টিমিটার

97. যদি K মানে হয়, L মানে হয়, M মানে '+' হয় এবং D মানে 'x' হয়, তবে

117L3K5M 12 D 8 = ?

(A) 130

(B) 368

(C) 93.6

(D) 256

98. নিম্নোক্ত কোনটি রবিশস্য নয়?

(A) তুলা

(B) সর্ষে

(C) গম

(D) ডাল

99. কোন দেশ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে 2021 সালের আগস্ট মাসে সভাপতি রূপে নির্বাচিত হয়েছে?

(A) ভারতবর্ষ (B) আমেরিকা যুক্তরাষ্ট্র

(C) নরওয়ে

(D) চীন

100. P. Q, R, S এবং T একটি বৃত্তাকার টেবিলকে ঘিরে বসে আছে। R, P-এর ডানদিকে এবং S-এর বাঁদিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে। T, P ও S-এর মাঝখানে বসেনি। তাহলে কে R-এর বাঁদিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে?

(A) T

(B) Q

(C) P


Also read:

Free math mock for ❤mts 2020(exam date 5oct 2021)




Wb police constable 2021 answer key vedio







Also read











আপনাদের যদি কিছু মাত্র সাহায্য করতে পারি তবে কমেন্ট করতে ভুলবেন না 🙏








Post a Comment

5 Comments

close