Header Display ads

Clsaa 10 model activity task october 2021 answer

Clsaa 10 model activity task october 2021 answer



Model activity task English


Read the following text and answer the questions that follow:

A small portion of the Alipore zoo director's finger was severed after a chimpanzee bit it on Wednesday

afternoon, said officials of the hospital where he was treated Asis Kumar Samanta was feeding Babu, the thirty-three year old chimpanzee, when he spotted something like an insect on Babu's nose and tried to remove it. "But the chimpanzee bit his finger," said VK Yadav, member

secretary of the Bengal Zoo Authority. Samanta was taken to the SSKM Hospital "A small part of the tip of his left index finger was severed when he

came to us. There was a fair amount of bleeding. He needed one stitch and an anti-rabies vaccine. It was not a major wound and should heal soon," a hospital official said

This is not the first time Babu had reacted with ferocity while being fed by Samanta. In 2018 February, when Samanta was trying to feed Babu, the chimpanzee had held him by the arms and pulled him closer. The iron burs of the cage separated the two and the director managed to push Babu away to set himself free


Calss 10 model activity task october 2021
Calss 10 model activity task october 2021





Activity I

Choose the correct alternative to complete the following sentences:

i) The zoo is located at

a) Agra

b) Ahmedabad

(c) Allahabad

D)Alipore

ii) The chimpanzee attacked the man on

a) Sunday

b) Monday

e) Tuesday

D)Wednesday

iii) The incident took place in the

a) morning

b) evening

c) aflemoon

d) night

iv) The man was bitten on the

a) finger

b) toe

c) head

d) chest

v) Something appeared to be sitting on the chimpanzee's

a) cars

b) eyes

(c)

nose

d) lips

vi) The bars of the cage were made of

a) wood b) iron

c) steel

d) brass

Activity 2

Provide appropriate information to fill in the table:

i) Name of the Chimpanzee

ii) Name of the zoo's director

iii) Name of the member-secretary of the

Bengal Zoo Authority iv) Number of stitches Mr. Samanta received

Activity 3

Write a newspaper report in about 100 words on a Book Fair.

Use the following points:

Date, place, time duration-stalls-types of books-food court-public opinion





Model activity task english



নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :

1.

বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs):

(i) যদি AaBহয় তাহলে

(a) AaB'

(b) Ata B


(c) AaB

D)A²aB²

(ii) A এবং B একটি ব্যবসা শুরু করে। A, 1000 টাকা 9 মাসের জন্য এবং B কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয় 600 টাকা এবং B লাভের 400 টাকা পায়। ব্যবসায় B-এর মূলবন

(a) 2000 টাকা

B) 3000 টাকা (c) 4000 টাকা (d) 6000 টাকা

(im) দুটি বৃত্তের ব্যসার্ধের দৈর্ঘ্য 7 সেমি ও 4 সেমি। বৃত্তদুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে। বৃত্ত দুটির কেন্দ্রঘরের মধ্যে দূরত্ব

হলো

(a) 5.5 সেমি

(b) 1.5 সেমি

(c) 11 সেনি

D)3 সেমি 

একক দৈর্ঘ্যের ব্যাসার্থবিশিষ্ট নিরেট গোলকের আয়তন



(a) পাই R² একক        (b) 1/6পাই R³


(c) 4xt' বর্গ একক ধh fr's



2. সত্য/মিথ্যা লেখো (T/F)



(i) দুটি সদৃশকোণী ত্রিভুজ সর্বদা সর্বসম। X ভুল 




(ii) একটি লম্ব বৃত্তাকার শত্রুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের বাহুএয়। X  ভুল 


 (iii) একটি অংশীদারি ব্যবসায় প্রিতম, নিরজা ও তথার মূলধনের অনুপাত  1/2,1/3,1/4,হলে, তাদের লাভের অনুপ

হবে 3:4:61 ভুল 

1 (iv) aa এবং ba হলে aa হবে। X ভুল 




শূন্যস্থান পূরণ করো :



(i) একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে, গোলকটির বক্রতলের ক্ষেত্রফল হবে।  4 গুন



(i) একটি ব্যবসায়ে শোভা, মাসুদের 12 গুণ টাকা দিয়েছিল এবং প্রিয়া, মাসুদের 2 গুণ টাকা দিয়েছিল। মাসু শোভা এবং প্রিয়ার মূলধনের অনুপাত 2:3:5 হবে।



(iii) দুটি বৃত্ত পরস্পরকে A বিন্দুতে বহিঃস্পর্শ করে, A বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা।  1 টি 




সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :




(1) aab bac এবং caa হলে, ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো।

পাশের চিত্রে ABC ত্রিভুজটি একটি বৃত্তে পরিলিখিত এবং বৃত্তকে P Q R বিন্দুতে স্পর্শ করে যদি AP= 4 সেমি, BP= 6সেন, AC = 12 সেমি এবং BC = x সেমি হয়, তাহলে x-এর ম

নির্ণয় করো।

5. যুক্তি দিয়ে প্রমাণ করো যে, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। —




Model activity task physices(ভৌতবিজ্ঞান )




ঠিক উত্তর নির্বাচন করো :

3. আধানের SI একক হলো

(ক ) ভোল্ট            (গ ) কুলম্ব 

(খ) অ্যাম্পিয়ার




১.২ যাতব পরিবাহীর রোধ ও সময় নিয়ে রেখে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাগ প্রাথমিকের

(ক) দ্বিগুণ হবে।          (গ) চারগুণ হবে

(খ)  ছয় গুণ 

(ঘ) আটগুণ হবে।




১.৩ গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময় গণিত অবস্থার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহণ করে –

(ক) ইলেকট্রন

(খ)

(1) শুধু ক্যাটায়

(i) ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়েই।




২. নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো :



২.১ স্থির উন্নতায় নাইট্রোজেন সাপেক্ষে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব হাইড্রোজেন সাপেক্ষে উক্ত গ্যাসের বাষ্প ঘনত্বের চেয়ে বেশি।
 Ans: ভুল 



২.২ ধাতুর তড়িৎ পরিবহণের ক্ষমতা তড়িৎ বিশ্লেষ্যের গলিত অবস্থার তড়িৎ পরিবাহিতার চেয়ে কম।

 ans: ভুল 




২.৩ রূপার সালফেটের জলীয় দ্রবণকে কপার তড়িদ্বার দিয়ে তড়িৎ বিশ্লেষণ করা হলে দ্রবণে কিউন্দ্রিক আয়নের গাঢ়
একই থাকে।


Ans: ঠিক




সংক্ষিপ্ত উত্তর দাও

৩. লেখচিত্রের সাহায্যে ওহমের সূত্রটিকে প্রকাশ করো।



৩.২ ইলেকট্রিক ফিউজ কীভাবে কাজ করে?





৩.৩ একটি বাঘের গায়ে লেখা আছে 220V-100W এর অর্থ ব্যাখ্যা করো।





৩.৪ একটি তাঁর ও একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের সংকেত লেখো। নীচের প্রশ্ন দুটির উত্তর দাও 8.





৪.১ শক্তির নিত্যতা সূত্ররূপে লেঞ্জের সূত্রের ব্যাখ্যা দাও।







৪.২ লঘু সালফিউরিক অ্যাসিড ও জিঙ্কের বিক্রিয়ায় 5g হাইড্রোজেন গ্যাস তৈরি করতে হলে 50% বিশুদ্ধতার কত গ্রাম জিঙ্ক প্রয়োজন হবে তা নির্ণয় করো (Zn = 655016, S= 32,H= 1)।









Model activity task life sience(জীবনবিজ্ঞান )



প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :


 ১.১ পতষ্পের সাহায্যে পরাগযোগ হয় যে উদ্ভিদে তা নির্বাচন করো

(ক) পাতাঝাজি 

(খ ) ধান 

((4) শিমুল





১.২ মানুষের অটোজোনে থাকা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না যেটি, তা শনাস্ত করো –

(क) কানের ক্ত তি

(4) রোলার ি

(4)" হিমোফিলিয়া

১.৩YyRr জিনোটাইপযুক্ত মটরগাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নিরূপণ করো

(খ) দুই ধরনের

(4) চার ধরনের

(গ) তিন ধরনের

A-স্তয়ে দেওয়া শব্দের সঙ্গে B-অস্কে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উত্তর স্তত্ত্বের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখো

'A'

২.১ স্পাইরোগাইরা     খান্ডিভবন 

২.২ প্রকট বৈশিষ্ট্য   মটর এর বেগুনি বর্ণের ফুল 

২.৩ গ্রাফটিং        স্ট্যাক এবং সিয়োন 

2.4 প্রাচ্চন্ন  বৈশিষ্ট্য   মটর এর কুঞ্চিত বীজ



৩. দুই-তিন বাক্যে উত্তর দাও :



৩.1- ইতর পরাগাযোগের একটি সুবিধা ও একটি অসুবিধা উল্লেখ করো। -66বই





3.2শাখাকলমের সাহায্যে কীভাবে  অপাজ বংশবিস্তার করা হয় তা ব্যাখ্যা করো।





3.3ভূত মানব বিকাশের বার্ধক্য দশার দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বর্ণনা করো। -226 S




৩.৪ নেচেন কীভাবে মটর ফুলে ইতর পরাগযোগ ঘটান তা আলোচনা করো। নীচের প্রশ্নটির উত্তর দাও :






৪.১ সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাই প্রধান"- একটি রুশের সাহায্যে বক্তব্যটির সত্যতা বিশ্লেষণ করো। -৪৫৯ “থ্যালাসেমিয়া রোগে ঘন ঘন রত্ন বদলানোর প্রয়োজন হয়"- এর ফলে কী কী সমস্যা দেখা দিতে পারে তা আলোচনা করো।




Activity model paper bengali(বাংলা )




১. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :



১.১ 'হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে।'- হরিদার জীবনের বৈচিত্র্যকে ‘নাটকীয়' বলা হয়েছে কেন?






১.২ 'কি হেতু মাতঃ, গতি তব আজি / এ ভবনে?’ – বস্তা কাকে 'মাত:' সম্বোধন করেছেন? তার আগমনের কারণ কী?





১.৩ 'হায়, বিধি বাম নম প্রতি। বক্তা কে? তার এমন মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। ১.৪ 'ওরে ওই স্তন্ম চরাচর।' - 'চরাচর' শব্দের অর্থ কী? সেখানে শুদ্ধতা বিরাজমান কেন?







১.৫ দেখি তোমার ট্যাকে এবং পকেটে কী আছে?' – উদ্দিষ্ট ব্যক্তির ট্যাক এবং পকেট থেকে কী কী পাওয়া গিয়েছিল? ২. নিম্নরেখ পদগুলির ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো :





২.১ তোরা সব জয়ধ্বনি কর।

২.২ দেবতা বাঁধা জাগ্ যোগ্য -স্তূপে।

২.৩ আমি এখন তবে চললুন কাকাবাবু ৷৷

২.৪ হিন্দু-মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই

২.৫ তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি




Model activity  geography( ভূগোল )


১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো

১.

মরু অঞ্চলের শুদ্ধ নদীখাত হলো –

A) হামাদ      b)ওয়াধি 

১.২ যে ক্ষাকারী প্রক্রিয়া নদীর ক্ষয়কাজের সঙ্গে যুক্ত নয় সেটি হলো

ক) অবঘর্ষ       b) ঘার্ষণ




১.৩ উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব লক্ষ করা যায় -

ক) শীতকালে      (গ ) গ্রীস্মকালে 

গ) বর্ষাকালে

১.৪ ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র হলো

ক) কলকাতা

গ) বেঙ্গালুরু




২. একটি বা দুটি শব্দে উত্তর দাও :

২.১ বায়ুর প্রবাহপথে আড়াআড়ি অবস্থিত বালিয়াড়ি কী নামে পরিচিত?




২.২ হিমবাহের উৎপাটন প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের নাম লেখো। ২.৩ ভারতের উপদ্বীপীয় মালভূমির একটি স্তূপ পর্বতের নাম লেখো।




২.৪ ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ?






৩. সংক্ষিপ্ত উত্তর দাও

৩.১ বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার দুটি উদ্দেশ্য উল্লেখ করো।



৩.২ ভারতীয় কৃষির সমস্যা সমাধানের যে কোনো দুটি উপায় উল্লেখ করো।




৪. নীচের প্রশ্নটির উত্তর দাও


৪.১ 'ভারতীয় পরিবহন ব্যবস্থায় সড়কপথের গুরুত্ব অপরিসীম'— বক্তব্যটির যথার্থতা বিচার করো।



৫. নীচের প্রশ্নটির উত্তর দাও :


৫.১ ভারতের জনবণ্টনের তারতম্যের প্রাকৃতিক কারণগুলি বর্ণনা করো।






আমরা খুব তাড়াতাড়ি long question গুলো আপলোড করতে চলেছি তাই কিছুখন অপেক্ষা করুন 🙏




Vedio










Post a Comment

0 Comments

close